সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ২৬ মার্চ ২০২৫ ২১ : ১৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: নাইট বোলাররা রাজস্থান রয়্যালসকে শান্ত করে রাখল। ২০ ওভারে রাজস্থান করল ৯ উইকেটে ১৫১ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে দেড়শো খুব একটা বড় স্কোর নয়। তবে লড়াই করার মতো রান বটে।
এই পিচে ব্যাট করা কঠিন। স্পিন বোলাররা সাহায্য পেয়েছেন, তা দেখা গিয়েছে কেকেআর বল করার সময়ে। রাজস্থান রয়্যালসও স্পিন মন্ত্রে থামিয়ে রাখতে চাইবেন নাইটদের।
টসের সময়েই বুক কেঁপে যাওয়ার মতো খবর পেয়েছিলেন নাইট সমর্থকরা। শেষ মুহূর্তে সুনীল নারিন ছিটকে গিয়েছেন। পুরোদস্তুর সুস্থ তিনি নন। তাঁর পরিবর্তে নেওয়া হয় মইন আলিকে।
বিশেষজ্ঞরা বলছিলেন, নারিনের অভাব অনুভূত হবে। ধাক্কা খেল কেকেআর। কিন্তু দেখা গেল নারিন না থাকায় সমস্যা বড় আকার ধারণ করেনি।
রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ও মইন আলিই নাভিশ্বাস তুলে দেন রাজস্থানের। স্পিনের ছোবলেই রাজস্থান বড় রান তুলতে পারল না। বরুণ চক্রবর্তীও ইনিংসের শেষে বললেন, ''অল্প সময়ের মধ্যে মইন আলি নিজেকে দ্রুত তৈরি করে ফেলেছে।''
বাইশ গজে বল পড়ে ধীরে আসছে। স্পিনের বিরুদ্ধে শট মারা হয়ে যাচ্ছে কঠিন। এমন পরিস্থিতিতে বরুণ ও মইন আলি রাজস্থানের ব্যাটিং অর্ডারে ধস নামান। বৈভব, মইন, বরুণ ও হর্ষিত ২টি করে উইকেট নেন। স্পেন্সার জনসন একটি উইকেট নেন।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে। টি-টোয়েন্টি ফরম্যাটে বিপজ্জনক ব্যাটার সঞ্জু স্যামসন। তিনি ক্রিজে থাকা মানে দ্রুত রান ওঠা। প্রতিপক্ষের বোলারদের কঠিন পরীক্ষা নেওয়া। সঞ্জু এদিন ব্যর্থ। বৈভব অরোরার ইয়র্কারে ঠকে যাওয়ার আগে করে যান ১৩ রান।
ঘরের মাঠে খেলতে নেমেছেন রিয়ান পরাগ। তিনিই আবার রাজস্থানের ক্যাপ্টেন। তিনটি বিশাল ছক্কা হাঁকিয়ে বিপজ্জনক হয়ে উঠছিলেন রিয়ান। কিন্তু রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর রহস্য ভেদ করতে পারলেন না। মাঠের বাইরে পাঠাতে গিয়ে ধরা পড়লেন কুইন্টন ডি ককের হাতে। রাজস্থানের রান তখন ২ উইকেটে ৬৭। তিনি ফেরার পরই ধস নামে রাজস্থানের ইনিংসে। ২ রান পরেই যশস্বী জয়সওয়াল ঠকে যান মইন আলির বলে। ব্যক্তিগত ২৯ রানে ফেরেন। রাজস্থানের রান তখন ৬৯।
ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (৪)এদিন প্রথম একাদশে রাখা হয়। তিনিও ঠকে যান বরুণ চক্রবর্তীর বলে। গতবার কলকাতার হয়ে খেলা নীতীশ রানাও (৮) ব্যর্থ। মইন আলির বলে বোল্ড হন তিনি। বৈভব অরোরা ফিরিয়ে দেন শুভম দুবেকে (৯)।
ধ্বংসস্তূপের মধ্যে রাজস্থানের ইনিংস সামাল দেওয়ার কাজ করেন ধ্রুব জুড়েল (৩৩)। হর্ষিত রানাকে আক্রমণ করতে গিয়ে ফুলটস বল টেনে আনলেন স্টাম্পে।
হেটমায়ার ঝড় তুলতে পারলেন না। হর্ষিত রানাই ফেরালেন তাঁকে। জোফ্রা আর্চার দ্রুত কিছু রান তোলেন। শেষমেশ রাজস্থান করল ৯ উইকেটে ১৫১ রান। এই উইকেটে দুশোর বেশি রান উঠবে না। তবে ১৬০-১৭০ রান হতেই পারে। সেই নিরিখে বিচার করলে রাজস্থান কিন্তু ১০-২০ রান কমই করল।
নানান খবর

নানান খবর

ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের

তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?

নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও